আবদুল্লাহ আল মুতী বাংলাদেশে জনপ্রিয় বিজ্ঞান লেখক হিসাবে সুপরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এম. এস সি. (১৯৫৩) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিষয়ে এম. এ. (১৯৬০) ও পি. এইচ. ডি. (১৯৬২) ডিগ্রী লাভ করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতা, শিক্ষক-শিক্ষণ প্রতিষ্ঠানের পরিচালক, বাংলাদেশের জনশিক্ষা পরিচালক, বিদেশে বাংলাদেশ দুতাবাসের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক কাউন্সেলোর, শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব, অতিরক্ত সচিব ও সচিবের দায়িত্ব পালন করেন. চাকুরি থেকে অবসর গ্রহণের পর তিনি মাধ্যমিক বিজ্ঞান শিক্ষা প্রকল্পে এডিবি - ইউএনডিপি-র প্রধান উপদেষ্টা ছিলেন। তাঁর প্রকাশিত বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক বইয়ের সংখ্যা ২৮। বিজ্ঞান, শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭৫), ইউনেস্কোর কলিঙ্গ পুরস্কার (১৯৮৩), একুশে পদক (১৯৮৫), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৫) প্রভৃতি। একের অধিক পুরস্কার লাভ করেন। পরিবেশ সম্পর্কিত তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'বিজ্ঞান ও মানুষ', 'এ যুগের মানুষ', 'এ যুগের বিজ্ঞান', 'বিপন্ন পরিবেশ', 'বিজ্ঞান-জিজ্ঞাসা', 'সাগরের রহস্যপুরি' 'মেঘ বৃষ্টি রোদ' প্রভৃতি।
Books by the Author
|