সেলীনা হুস্‌না বানু ডা. এম আর খান শিশু হাসপাতালের নিউরোলজি বিভাগ ও শিশু বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রধান, পেডিয়াট্রিক নিউরোলজির অধ্যাপক। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাইল্ড হেলথ মেডিসিনে ডিসিএইচ সম্পন্ন করেন। আইসিএইচ লন্ডনে গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে ক্লিনিক্যাল নিউরোফিজিওলজি এবং চাইল্ড নিউরোলজিতে ক্লিনিক্যাল ফেলো হিসেবে কাজ করার পর ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে তিনি চাইল্ডহুড এপিলেপসি এবং নিউরোডিজেবিলিটিতে পিএইচডি অর্জন করেন। শিশু বিকাশ নেটওয়ার্ক, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন, ইন্সটিটিউট অফ নিউরোলজি লন্ডন, আমেরিকান ক্লিনিক্যাল নিউরোফিজিওলজি সোসাইটিসহ অনেক সংগঠনের সাথে তাঁর যুক্ততা রয়েছে।


Books by the Author

No product defined