আঙ্কল টম্স কেবিন-এর লেখিকা হ্যারিয়েট বীচার স্টো ১৮১১ সালের ১৪ জুন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের লিচফিল্ডে জন্মগ্রহণ করেন। ধর্মযাজক পিতার কন্যা হ্যারিয়েট কিছুকাল শিক্ষকতা করেন। ধর্মে অবিচল আস্থা এবং মানুষের প্রতি ভালোবাসা তাঁকে নির্যাতিত কৃষ্ণাঙ্গদের প্রতি সহানুভূতিশীল করে তোলে। নির্যাতিত মানুষের এমন মানবিক চিত্র বিশ্বসাহিত্যে খুবই বিরল। মানবহিতৈষী এই লেখিকা ১৮৯৬ সালের ১লা জুলাই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মৃত্যুবরণ করেন। ফখরুজ্জামান চৌধুরী (জন্ম: চাঁদপুর, ৫ জানুয়ারী ১৯৪০)-এর লেখার শুরু বিশ শতকের পাঁচের দশকের শেষার্ধে। ইতিমধ্যে তাঁর প্রায় পঞ্চাশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে: মৌলিক উপন্যাস, গল্প সংকলন, জীবনী গ্রন্থ, নাটক ও প্রবন্ধ। অনুবাদক হিসাবে ইতিমধ্যে তিনি আমাদের সাহিত্যে এক বিশেষ আসন অধিকার করেছেন। ফখরুজ্জামান চৌধুরী তাঁর সাহিত্যকর্মের জন্য অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার ১৪০০ সাল ও বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার ২০০৫ লাভ করেছেন।
Books by the Author
|