মিল্লাত হোসেন জন্ম, ১৯৭৮। পেশাগতভাবে একজন জজ (যুগগ্ম জেলা ও দায়রা জজ); বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হিসেবে কর্মরত। আইন বিষয়ে পড়াশোনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। স্নাতকোত্তর শ্রেণিতে থাকার সময়েই চট্টগ্রামে দৈনিক সুপ্রভাত বাংলাদেশ নামক একটি দৈনিকে সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এ কিছুদিন চাকরি করার পর ঢাকা ও সিলেটের দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেছেন। বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিলেও অল্প কিছুদিন পর তা ত্যাগ করে বিচার বিভাগে থিতু হন। দর্শনের সহকারী অধ্যাপক স্ত্রী তাসমীম হোসাইন আর দুই পুত্র ফারসিম নভো হোসেন ও ফারদিম ফারাজ হোসেনকে নিয়েই তাঁর পারিবারিক জীবন। অনুবাদ, সম্পাদনা ও লেখালেখির সাথে মিল্লাত হোসেনের যুক্ততা বরাবরই ছিল। সতী ও স্বতন্তরা নামের নারীবাদী লেখার সংকলনের ১ম ও ২য় খণ্ডের সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন। ছাত্রজীবনে কাহ্নপা নামের একটি লিটলম্যাগও সম্পাদনা করেছেন। তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ রাষ্ট্র ও কাঠামোর গহীনে (২০২৪)।
Books by the Author
|