জন গডেন ও রুমার গডেন ভারতবর্ষের পটভূমিতে লেখা জীবনস্পর্শী গল্পের জন্য পরিচিত দুজন খ্যাতিমান ঔপন্যাসিক। জন গডেন (১৯০৬-১৯৮৪)-এর জন্ম ভারতের আসামে, এবং রুমার গডেন (১৯০৭-১৯৯৮)-এর জন্ম ইংল্যান্ডের সাসেক্সে। দুই বোনের মধ্যে সাহিত্যচর্চায় তুলনামূলক বেশি জনপ্রিয়তা পেয়েছেন রুমার, তার একাধিক রচনা আশ্রয় করে তৈরি হয়েছে সিনেমাও। বাবার চাকরিসূত্রে শৈশব থেকে কৈশোরে পদার্পণের সময়টুকু নারায়ণগঞ্জে কাটিয়ে ইংল্যান্ডে ফিরে গেলেও, দু’বোনই আবার ভারতবর্ষে ফিরে এসেছিলেন এবং জীবনের একটি বড় অংশ পৃথিবীর এ প্রান্তেই কাটিয়েছেন।