আফসান চৌধুরী

আফসান চৌধুরী গণমাধ্যম কর্মী, গবেষক, অধ্যাপক ও উন্নয়ন বিশেষজ্ঞ। এ যাবৎ তাঁর দুটি উপন্যাস, একটি গল্প সংকলন ও অনুবাদ বেরিয়েছে। ত্ৰিভাষী আফসান চৌধুরী উর্দু, বাংলা এবং ইংরেজিতে তিনটি আলাদা আলাদা ফিকশন লিখেছেন। তাঁর প্রধান আগ্রহের ক্ষেত্র মুক্তিযুদ্ধের ইতিহাস। তিনি একাধিক তথ্যচিত্রও নির্মাণ করেছেন। আফসান চৌধুরী সম্প্রতি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে অবদানের জন্য ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৮’ অর্জন করেছেন।


Books of the Author