বাংলাদেশ: জলে যার প্রতিবিম্ব
https://uplbooks.com/shop/9789845061841-11569 https://uplbooks.com/web/image/product.template/11569/image_1920?unique=b656810
Language: Bangla |
Tags :
Book Info
বাংলাদেশ: জলে যার প্রতিবিম্ব বাংলাদেশ এবং এর মানুষ সম্পর্কে একটি ব্যক্তিগত এবং অন্তর-অনুসন্ধানী বিবরণী। এই বইয়ে জেমস জে. নোভাক দেশটির অর্থনীতি, জনগণের জীবনধারায় ও মনস্তত্ত্বে ঋতু বৈচিত্র্যের গুরুত্ব, ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য, সঙ্গীত, শিল্পকলা, কাব্য, চিন্তাধারা এবং রাজনৈতিক জীবন সম্পর্কে তাঁর উপলব্ধি বিবৃত করেছেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে একটি অপূর্ব বিশ্লেষণও তিনি উপস্থাপন করেছেন। দেশটির আধুনিক ইতিহাসে জাতীয়তাবাদের উন্মেষ ও বিকাশ সম্পর্কে এখন পর্যন্ত এটিই বোধকরি একমাত্র পূর্ণাঙ্গ বিশ্লেষণ । কবিতা, গদ্য এবং গানে বিধৃত এই জাতীয়তাবাদ। একে যেমন ব্যবহার করা হয়েছে ধর্ম, সাংস্কৃতিক অভিব্যক্তি, কবিতা এবং শিল্পকলার মধ্যকার ক্রিয়া-প্রতিক্রিয়াকে চিত্রায়িত করার জন্যে, তেমনি ব্যবহার করা হয়েছে সংস্কৃতির রাজনৈতিক চিন্তার রূপান্তরকে মূর্ত করে তোলার জন্যে। —রাহাত খান
জেমস জে. নোভাক
লেখক জেমস জে. নোভাক দীর্ঘ ত্রিশ বছর এশিয়ায় থেকেছেন এবং এই মহাদেশের অজস্র স্থান ভ্রমণ করেছেন। এক সময় ছিলেন একটি ফার্মাসিউটিক্যাল কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা। ১৯৮২-৮৫ পর্যন্ত বাংলাদেশে এশিয়া ফাউন্ডেশনের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এশিয়া মেইল’, ওয়ার্ল্ড ভিউ এবং ইস্টার্ন ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় তিনি কলাম লেখক হিসেবে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে লিখেছেন বিভিন্ন সাময়িকী ও সংবাদপত্রে, যেগুলোর মধ্যে আছে আটলান্টিক মান্থলি, টাইমস অব ইন্ডিয়া, এশিয়ান ফিন্যান্স, আমেরিকা ম্যাগাজিন, ওয়াশিংটন পোস্ট, ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর, লসএঞ্জেলাস টাইমস, নিউজ ডে এবং নিউ ইয়র্ক টাইমস-এর মত পত্রিকা।