বিলাতে বাঙালি অভিবাসন
https://uplbooks.com/shop/9789845063289-11663 https://uplbooks.com/web/image/product.template/11663/image_1920?unique=b656810
Language: Bangla |
Tags :
Book Info
আধুনিককালে, বহির্বিশ্বে বাঙালির যাত্রা শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পাল তোলা জাহাজে করে সম্ভব নামক নাবিকদের কর্মসূত্রে, তাও বঙ্গদেশে কোম্পানিটির দেওয়ানি লাভের শতাধিক বছর আগে থেকে। বাঙালি হিন্দুর কালাপানি (ভারত সাগর) পাড়ি দেয়াতে ধর্মীয় নিষেধাজ্ঞা থাকায় লস্করদের প্রায় সকলেই ছিলেন বাঙালি মুসলমান। আবার, উনিশ শতকের দ্বিতীয় পর্ব থেকে বাঙালি শিক্ষিত ও ধনী (হিন্দু) ভদ্রলোকেরাও ধর্মীয় নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কেউ ভ্রমণের উদ্দেশ্যে তবে বেশির ভাগই বিদ্যার সন্ধানে—বিলাতে আসতে শুরু করেন। কিন্তু দেশে ফেরার পরে সমাজপতিদের বিচারে তাঁদের কঠোর দণ্ড ভোগ করতে হতো। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরও রেহাই পাননি। উনিশ শতকের শেষ দিকে এসে ধর্মীয় নিষেধাজ্ঞা অনেকটা শিথিল হলে পরে উচ্চশিক্ষিতদের মাধ্যমেই বিলাতে বাঙালি বসতি স্থাপনের সূচনা হয়। কারণ, লস্করেরা বিলাতে আগে এলেও, এদেশে বসবাস করা নয় বরং স্বদেশে ফেরাটাই ছিল তাঁদের লক্ষ্য। তাঁদের বসতিস্থাপন বিচ্ছিন্নভাবে শুরু হয়ে, বিশ শতকের ৬ষ্ঠ দশক থেকে একটা ধারায় পরিণত হতে থাকে এবং ব্যাপকতা লাভ করে ১৯৭৫ সালের পরে।
ফারুক আহমদ
ফারুক আহমদ জন্ম ১৯৬৪ সালে গোলাপগঞ্জ থানার গোয়াসপুর গ্রামে। তিনি রেডিও বাংলাদেশের অনুমোদিত গীতিকার ও নাট্যকার এবং লেখক ও গবেষক। লন্ডন থেকে প্রকাশিত মাসিক লন্ডন বিচিত্রার প্রধান সম্পাদক ও প্রকাশক ছিলেন। বর্তমান রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজ, গোলাপগঞ্জ কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুল, এবং গোয়াসপুর কুতুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠায় ভূমিকাপালন-শিক্ষাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানকে তুলে ধরে। তার গবেষণামূলক গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য: বিলাতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা (২০০২), বিলাতে বাংলার রাজনীতি (২০১২), সাপ্তাহিক জনমত: মুক্তিযুদ্ধের অনন্য দলিল (২০১৬), বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা (২০১৮), বিলাতে বাঙালি অভিবাসন (২০২১), Bengali Journals and Journalism in Britain (2000), Bengal Politics in Britain Logic, Dynamics and Disharmony (2010). ফারুক আহমদ গবেষণামূলক লেখালেখির জন্য ২০১৩ সালে বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার লাভ করেন। তিনি