- Shop
- Business, Economics and Development
- বাংলাদেশের কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ
বাংলাদেশের কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ
https://uplbooks.com/shop/9789845063500-11679 https://uplbooks.com/web/image/product.template/11679/image_1920?unique=b656810
Language: Bangla |
Tags :
Book Info
কৃষি অর্থনীতি অনেকগুলো পৃথক জ্ঞানের একটি সমন্বিত শাখা। কৃষির উৎপাদন, বিপণন, প্রতিষ্ঠান ও আধুনিকায়নের বিভিন্ন অর্থনৈতিক দিকে নিয়ে তাত্ত্বিক ও তথ্যভিত্তিক আলোচনা নিয়ে বাংলাভাষায় উল্লেখযোগ্য খুব বেশি প্রকাশনা নেই। অথচ বিশ্বব্যাপী জাতীয় বিকাশের স্বার্থে কৃষি অর্থনীতি বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পাঠ করা হয়। বাংলাদেশের কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ গ্রন্থটি বাংলাদেশে কৃষির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রবন্ধের একটি সুনির্বাচিত সঙ্কলন। বইটিতে কৃষি অর্থনীতি শিক্ষার ইতিহাস, পাঠক্রমের ক্রমবিকাশ ও গবেষণার সুযোগ সম্পর্কে তথ্যনির্ভর আলোচনা করা হয়েছে, একই সাথে বাণিজ্যিক কৃষির আলোচনায় প্রাণিসম্পদ, মৎস্য, ডেইরি, ধানের সঙ্গে মাছের চাষ, কৃষি সুরক্ষা, সেচ ও সৌরশক্তি ইত্যাদির প্রসঙ্গে মাঠ পর্যায়ের গবেষণাভিত্তিক বিশ্লেষণও তুলে ধরা হয়েছে। কৃষি ও কৃষকের অগ্রগতির জন্যে অপরিহার্য প্রাতিষ্ঠানিক উন্নয়ন যেমন, কৃষি পণ্য বিপণন ও মূল্য সহায়তা ব্যবস্থা, কৃষি বীমার অবস্থা, পারিবারিক খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা, কৃষিতে নারী শ্রম ও মজুরি এবং কৃষকদের উৎপাদন সংগঠন প্রভৃতি বিষয়ে বিশদ আলোচনাও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশের কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ বইটি কৃষি অর্থনীতি বিষয়ে আগ্রহী শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী, উন্নয়ন সংস্থা, পরামর্শক, কৃষি সম্প্রসারণ কর্মীসহ সবার কাজে আসবে।
এম. এ. সাত্তার মণ্ডল
ড. এম. এ. সাত্তার মণ্ডল ১৯৪৯ সালে জন্ম। প্রথম বিভাগে এসএসসি পাশের পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে কৃষি অর্থনীতি বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি করেছেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ওয়াই কলেজ থেকে পিএইচডি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব এগ্রিকালচারাল ইকনোমিক্স-এ বছরাধিক কাল পোস্ট-ডক্টরাল গবেষণা করেন। প্রায় পাঁচ দশক ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগে অধ্যাপনা ও গবেষণার সাথে যুক্ত রয়েছেন এবং বিভাগীয় প্রধান, অনুষদীয় ডীন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। বর্তমানে তিনি একই বিভাগে এমেরিটাস অধ্যাপক। তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি এবং কৃষি, পল্লি প্রতিষ্ঠান ও পানিসম্পদ বিভাগের সদস্য ছিলেন। তাঁর বাংলায় প্রকাশনার মধ্যে রয়েছে: উন্নয়নের গল্প, পথিকৃত অর্থনীতিবিদ (অনূদিত), কৃষকদের উপযোগী প্রযুক্তি পরিকল্পনা (অনূদিত), কৃষি অর্থনীতি, হিমালয়ের ছায়া (কবিতা) ও কৃষি ও গ্রামোন্নয়নের ওপর