- Shop
- ডাঙ্গুয়া কারাম
ডাঙ্গুয়া কারাম
সাঁওতাল নৃগোষ্ঠী নাট্য
https://uplbooks.com/shop/9789845065740-23751 https://uplbooks.com/web/image/product.template/23751/image_1920?unique=7216cf4
Tags :
Book Info
'ডাঙ্গুয়া কারাম' বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে বসবাসরত সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক ধর্মীয়কৃত্য পরিবেশনার নাম। সর্বপ্রাণবাদী বৈশিষ্ট্যমণ্ডিত এই পরিবেশনায় সাঁওতাল জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি বর্ণিত হয় নৃত্য-গীত-ছন্দ-বাদ্য ও বর্ণনার মাধ্যমে। দীর্ঘদিনের বিরতিতে ডাঙ্গুয়া কারাম আয়োজিত হয় বলে প্রামাণ্য গ্রন্থাদির অভাবে এই বিষয়ে সম্যক কোনো ধারণা গবেষকদের মাঝে এ যাবৎ ছিল না। বরেন্দ্র অঞ্চলের সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক ‘ডাঙ্গুয়া কারাম’ সম্পর্কে সম্ভবত এটিই প্রথম লিখিত গবেষণা গ্রন্থ। এই গবেষণার প্রায় সকল তথ্যই সাঁওতাল জনগোষ্ঠীর সঙ্গে মাঠপর্যায়ে থেকে সাক্ষাৎকার ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। সামাজিক ও রাষ্ট্রনৈতিক প্রতিকূল পরিবেশের প্রভাবে ক্ষয়িষ্ণু সাঁওতাল জনগোষ্ঠীর নাট্যমূলক পরিবেশনা বিষয়ক এই গ্রন্থ দেশের ইতিহাস ও নৃগোষ্ঠী পাঠের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গ্রন্থটি দেশে সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখবে। শিক্ষার্থী, গবেষক এবং আগ্রহী পাঠকবৃন্দ সাঁওতাল নৃগোষ্ঠী নাট্য: ডাঙ্গুয়া কারাম বইটি থেকে বহুভাবে উপকৃত হবেন।
অমিত হাসান সোহাগ
অমিত হাসান সোহাগ গবেষক, লেখক ও শিক্ষক। শিউলী খাতুন ও মন্টু মিয়ার প্রথম সন্তান অমিত হাসানের জন্ম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। বর্তমানে উত্তরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতায় যুক্ত আছেন। বগুড়া জেলার নন্দীগ্রাম পাইলট হাই স্কুল থেকে ২০০৯ সালে মাধ্যমিক এবং নন্দীগ্রাম টেকনিক্যাল এবং বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই গবেষণায় আগ্রহী হয়ে ওঠেন। স্নাতক অধ্যয়নকালে তার দুটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়, যার একটির বিষয় ছিল নৃগোষ্ঠী নাট্য; স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার বিষয় হিসেবেও ‘নৃগোষ্ঠী নাট্য’কে বেছে নেন। মাঠ পর্যায়ে প্রাপ্ত গবেষণা উপাত্তের ওপর ভিত্তি করে রচিত সাঁওতাল নৃগোষ্ঠী নাট্য: ডাঙ্গুয়া কারাম লেখকের প্রথম প্রকাশিত গ্রন্থ।