বাংলাদেশ চর্চা চতুর্থ খণ্ড
https://uplbooks.com/shop/9840502964-10733 https://uplbooks.com/web/image/product.template/10733/image_1920?unique=3d813f3
Language: Bangla |
Tags :
Book Info
বাংলাদেশ চর্চার চতুর্থ খণ্ড প্রকাশিত হলো। বর্তমান সংখ্যার সকল রচনাই বাংলার ইতিহাসের দুটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বিবর্তিত। প্রথমটি হলো পলাশীর যুদ্ধ, যার ২৫০ বছর পূর্ণ হলো ২০০৭ সালে। অপরটি ১৮৫৭ সালের মহাবিদ্রোহ, যা সাধারণ্যে ‘সিপাহী বিদ্রোহ’ নামে পরিচিত। ২০০৭ সালে পূর্ণ হলো এর ১৫০ বছর। এই বিশেষ সংখ্যায় যাঁদের রচনা আছে তাঁরা হলেন— সালাহউদ্দিন আহমদ, ইরফান হাবিব, প্রমোদ সেনগুপ্ত, শশিভূষণ চৌধুরী, সৈয়দ আনোয়ার হোসেন, আহমেদ কামাল ও মুনতাসীর মামুন। হাসিনা আহমেদ-এর প্রস্তুতকৃত পলাশীর যুদ্ধের ওপর একটি দুর্লভ গ্রন্থপঞ্জি এই খণ্ডটিকে বিশেষ মাত্রা দান করেছে। বাংলাদেশ চর্চার এই খণ্ডটি তাই কেবল গবেষকদের জন্যই নয়, সাধারণ পাঠক ও ছাত্রদের জন্যও অবশ্য প্রয়োজনীয় এবং সংগ্রহে রাখার উপযুক্ত সংকলন হিসেবে বিবেচিত হবে।
মুনতাসির মামুন
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ও গবেষক মুনতাসীর মামুন, পিএইচ.ডি. (জ. ১৯৫১) লেখালেখির জগতে সুপরিচিত তাঁর বিশ্লেষণাত্মক অথচ প্রাঞ্জল রচনার জন্য। সমাজ-গবেষণার যখন যে বিষয়টি তিনি সম্পাদন করেছেন, তাই পেয়েছে পৃথক ও ব্যতিক্রমী মাত্রা। যে-কোনো নিরস বিষয় তাঁর লেখার জন্য হয়ে ওঠে বাঙ্গময়। একক ও যৌথভাবে প্রবন্ধ-গবেষণা বিষয়ে তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা অধিক। সাহিত্যের অন্যান্য শাখাতেও আছে পঞ্চাশের অধিক গ্রন্থ। সংবাদপত্রে সাহসী কলাম লেখক হিসাবেও তাঁর খ্যাতি সমাধিক। লেখক বাংলা একাডেমি পুরষ্কারে ভূষিত হয়েছেন (১৯৯২)।