- Shop
- দুঃখ ও ভালোবাসার নদী
দুঃখ ও ভালোবাসার নদী
https://uplbooks.com/shop/9847022010218-11584 https://uplbooks.com/web/image/product.template/11584/image_1920?unique=b656810
Language: Bangla |
Tags :
Book Info
মানুষ ও তার আচরিত জীবনের প্রকৃতি ও মাত্রা কত যে ভিন্ন ও বিচিত্র হতে পারে আমরা কি তা জানি? ক্ষুদ্র জাতিসত্তা চাকমা, বড়ুয়া, মারমা, ত্রিপুরীদের পাহাড়-নদী অঞ্চল কীভাবে তাদের অস্তিত্ব ও স্বপ্নকে নিয়ন্ত্রিত করে তাও আমরা জানি না। ১৯৬০ সালের কাপ্তাই বাঁধ কী ভয়াবহ রূপ নিয়ে পার্বত্য চট্টগ্রামবাসীর জীবন তছনছ করে দেয় তা উপন্যাসের ভাষায় পড়েছেন কি? সন্ত্রাস, বঞ্চনা, লোভ, প্রতারণা এবং বড় ও ছোট জাতিসত্তার জটিল সম্পর্ক-সমস্ত কিছুর বুনোটে সেই দুর্ধর্ষ, মলিন অথচ জীবন-চেতনায় তা মহিমান্বিত। দুটি উপন্যাসই পরিসরে ছোট কিন্তু তার অন্তর্লোকের ব্যাপ্তি বিশাল। শ্রামণ গৌতম (১৯৯৬) উপন্যাসে প্রথম পট উন্মোচিত হয়। সমুদ্রচর ও বিদ্রোহীরা (১৯৯৯) এবং সম্প্রতিকালের অশ্রু ও আগুনের নদী (২০০৬) উপন্যাসদ্বয় বাংলা সাহিত্যে দিকচিহ্ন হয়ে থাকবে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়, নদী, সমুদ্র ও অরণ্যভূমিকে কী তীব্র আসক্তি দিয়েই না এই ঔপন্যাসিক চিনেছেন! ছোটগল্পেও তিনি আমাদের কথাসাহিত্যে অপ্রতিদ্বন্দ্বী। তাঁর গল্প ও উপন্যাসের ভুবন এতই কাছের অথচ এতই অচেনা যে তা বলে ভ্রম হয়। সেই স্বপ্নও এত মায়াময় আবার এত অন্তরঙ্গ যে আমাদের যুগপৎ বিস্মিত বিমথিত তৃপ্ত ও ক্ষুৎপিপাসিত করে।
বিপ্রদাশ বড়ুয়া
বিপ্রদাশ বড়ুয়ার জন্ম ২ আশ্বিন ১৮৭২ শতাব্দ (২০ সেপ্টেম্বর ১৯৪০) চট্টগ্রামে। পড়াশোনা চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সমকালীন ও চিরায়ত বিচিত্র বিষয় নিয়ে গল্পের ভুবন নির্মাণ করেন, উপন্যাস রচনা করেন বড়-ছোট সবার জন্য। অসচরাচর বিষয় নিয়ে লেখা গল্পগুলো প্রবাদতুল্য প্রসিদ্ধি পেয়েছে। মুক্তিযুদ্ধ-বিষয়ক গল্প লিখেছেন প্রায় শতাধিক। প্রথম উপন্যাস অচেনা (১৯৭৫), প্রথম গল্পবই সাদা কফিন (১৯৮৪) বড় ও ছোটদের উপন্যাস ১৬টি, গল্পবই ৪৪টি। ১৯৯২ সালে বাংলা একাডেমী, ১৪১১ সনে বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার ও তিনবার অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন।