শূন্যগর্ভ কোম্পানী: বাংলায় বেলজিয়ামের আইনী এবং বে-আইনী বাণিজ্য ১৭২০-১৭৪৪
https://uplbooks.com/shop/9848127089-10642 https://uplbooks.com/web/image/product.template/10642/image_1920?unique=3d813f3
Language: Bangla |
Tags :
Book Info
সরকারিভাবে বেলজিয়ামের ইস্ট ইন্ডিয়া কোম্পানীর পত্তন হয় ১৭২২ সালে। আবার ১৭৩১ সালে এই কোম্পানী উঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই কোম্পানীর পত্তনের আগেই বেলজিয়ামের কিছু উৎসাহী ব্যক্তি লাভজনক এশিয়া বাণিজ্যে অংশ নেন। ফ্রাঁসোয়া দ্য স্খওনামিলে ছিলেন এঁদের মধ্যে অন্যতম। দ্য স্খোনামিলের জীবনকে সামনে রেখে বাংলায় বেলজিয়ামের বাণিজ্যের ইতিহাসের দুর্লভ বিবরণ পার্মেন্তীর লিপিবদ্ধ করেছেন শূন্যগর্ভ কোম্পানীতে। আসলে এই বিবরণ আঠারো শতকে বাংলায় ইউরোপীয়দের কার্যকলাপেরও এক চমৎকার ইতিহাস। প্রথম থেকেই ইংরেজ ও ওলন্দাজ কোম্পানী বেলজিয়ামের বাণিজ্যে বাধা দিতে দিতে থাকে। কিন্তু বাংলাকে কেন্দ্র করে আন্তঃএশীয় বাণিজ্যের যে বিস্তৃত প্রবাহ চালু ছিল, সব ইউরোপীয় কোম্পানীর কর্মচারীরাই ব্যক্তিগত বাণিজ্যের সূত্রে তার সঙ্গে জড়িত ছিলেন। দু’প্লে, ভ্যাঁস, গ্রীনহিল, সিখ্তারমন এবং এঁদের মতো আরও অনেক ইউরোপীয় লক্ষ্য ছিল মূলত একটাই: লাভজনক এশিয়া বাণিজ্যে অংশ নেওয়া এবং গোপনে লাভের অংশ ইউরোপে পাচার করা। এঁদের সঙ্গে হাত মিলিয়েছিলেন টেম্পেস্ট মিলনারের মতো প্রাইভেটিয়াররা। এই অবস্থার সুযোগ নেন বাংলায় বেলজিয়ামের কুঠির প্রধান ফ্রাসোঁয়া দ্য স্খোনামিলে। সরকারিভাবে বেলজিয়ামের বাণিজ্য নিষিদ্ধ হয়ে গেলেও দ্য স্খোনামিলের অধীনে বাংলায় বেলজিয়ামের কুঠি কিভাবে ১৭৪০ এর দশকের মাঝামাঝি পর্যন্ত টিকেছিল, সেই অনুপম কাহিনী এখানে পাওয়া যাবে।
ভাস্বতী ভট্টাচার্য
ভাস্বতী ভট্টাচার্য ষোলো থেকে আঠারো শতকে ভারতের সামুদ্রিক বাণিজ্য নিয়ে গবেষণা করেছেন। ১৯৯৩ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে The Dutch East India Company on the Coromandel Coast, 1740-1780 বিষয়ে Ph.D. করেছেন। ১৮ শতকে করমণ্ডল উপকূলের স্বাধীন বণিক এবং বঙ্গোপসাগরে ওলন্দাজদের বাণিজ্য নিয়ে কয়েকটি প্রবন্ধ প্রকাশ করেছেন। বর্তমানে NUFFIC এর বৃত্তি নিয়ে Dutch Factories in India সিরিজ- এর জন্য ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানীর মহাফেজখানায় সতেরো শতকের ভারত সম্পর্কে তথ্য আহরণ, অনুবাদ এবং সম্পাদনার কাজে নিযুক্ত রয়েছেন।